জিন্সে স্লিম দেখানোর ৭ উপায়
জিন্স এবং ডেনিম প্যান্ট সবার কালেকশনেই থাকে। টি-শার্ট, টপস, কুর্তি দিয়ে এগুলো পড়তে পারেন। কিন্তু, এর মাপ মানানসই না হলে আপনাকে একটি অপ্রস্তুত চেহারা দিতে পারে। তাই জিন্স বা ডেনিম কেনার সময় সঠিক পরিমাপটি বেছে নিন। এতে আপনাকে স্লিম দেখাবে। অনেকেই এটি এড়িয়ে যেতে চান মোটা দেখাবে বলে। কিন্তু কিছু টিপস মেনে চললে আপনাকে জিন্সে আরও রোগা দেখাবে।
গাঢ় রঙের ডেনিম
জিন্স বা ডেনিম কেনার সময় গাঢ় রঙ বেছে নিন। কালো, গাঢ় নীল রঙের মতো রঙগুলো বেছে নিন। এ সব রং আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে। সব ধরনের টি-শার্ট এবং টপসের সাথে বেশ মানানসই হয়।
হাই-রাইজ জিন্স
হাই-রাইজ জিন্স সবার জন্য মানানসই। এ ধরণের জিন্সের সাথে একটি টপ পড়ে নিন। দেখবেন বেশ রোগা লাগবে। এমনকি যারা একটু বেশি স্বাস্থ্যকর তারা চাইলে ক্রপ টপও পড়তে পারেন। এতে আপনাকে মোটা লাগবে না।
সঠিক দৈর্ঘ্য
বেশি লম্বা জিন্স পড়বেন না। গোড়ালির দৈর্ঘ্য পর্যন্ত প্যান্টগুলো বেছে নিন। এগুলোর সাথে হাই হিল পড়ুন। এটি আপনাকে বেশ স্টাইলিশ লুক দিবে। আপনাকে স্লিম দেখাতেও সাহায্য করবে।
ফিটিং
ঢিলেঢালা জিন্স পড়বেন না। এতে আপনাকে মোটা লাগবে। স্ট্রেচেবল স্কিনি-ফিট ডেনিম প্যান্ট বেছে নিন। এতে আপনাকে রোগা দেখাবে। এ সব প্যান্টের সাথে ওভারসাইজড টপস, টি-শার্ট পড়তে পারেন।
ওভারসাইজড ডেনিম এড়িয়ে চলুন
অনেকেই ভাবে মোটা হলে ঢিলেঢালা জিন্স পড়া ভাল। এতে রোগা লাগে। কিন্তু এটি ভুল ধারণা। ঢিলেঢালা ডেনিম আপনাকে আরও ভারী দেখাতে পারে। পরিবর্তে, স্ট্রেচেবল বা স্কিনি-ফিট ডেনিম বেছে নিন। এতে আপনাকে পুরোপুরি ফিট দেখাবে।
পকেট
জিন্স কেনার সময় পকেটের স্টাইলটি দেখুন। ফ্ল্যাপ, প্যাচওয়ার্ক বা এমব্রয়ডারির কাজ সহ পিছনের পকেট আছে এমন জিন্স কেনা এড়িয়ে চলুন। এটি অপ্রয়োজনীয়ভাবে মনোযোগ আকর্ষণ করবে। সেজন্য এমন জিন্স বেছে নিন যাতে সাধারণ পকেট থাকে।
মানসম্পন্ন ডেনিম কিনুন
সহজ কথায়, ভালো মানের জিন্স একটু দামী হবেই। মানসম্পন্ন ডেনিম বা জিন্স আরামদায়ক হবে। এছাড়াও, ভাল মানের ডেনিম অনেক দিন ভাল অবস্থায় থাকবে।
সূত্র- বোল্ডস্কাই