বিশ্ব কবিতা দিবস আজ

বিশ্ব কবিতা দিবস আজ শুক্রবার (২১ মার্চ)। ১৯৯৯ সালে আজকের এই দিনে ইউনেস্কো বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব কবিতা দিবসের মূল উদ্দেশ্য হলো কবিতাকে জনপ্রিয় করা এবং কবিতার মাধ্যমে সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে উদ্যাপন করা।
কবিতা যেমন সাহিত্যের অংশ, তেমনি এটি মানুষের আবেগ, সংগ্রাম, এবং স্বপ্নের প্রতিফলন। এই দিনটিতে কবিতার মাধ্যমে মানুষে মানুষে সংযোগ তৈরি হয়।
ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
কবিতা মানুষের বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে, অন্যদের অনুপ্রাণিত করতে পারে, মানুষের মধ্যে বন্ধন অটুট করতে পারে এবং একে অপরের সাথে সাদৃশ্য তৈরি করতে পারে।
বিখ্যাত কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, ‘আমাদের অনুভূতি যখন চিন্তা খুঁজে পায়, আর সে চিন্তা যখন শব্দ খুঁজে পায়, তখন কবিতা তৈরি হয়।’