জীবনে সেসব পরিস্থিতিতে চুপ করে থাকাটাই ভালো

প্রতিটি মানুষের কথা বলা জরুরি। কারণ কথা বলার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু তাই বলে সবসময় কথা বলা ঠিক নয়। মাঝেমাঝে এমন কিছু কিছু মুহূর্ত আসে, যখন পরিস্থিতি বিচার করে চুপ করে যাওয়াই ভালো। আসলে মনের মধ্যে যা চলছে, সেটা যেমন পুষে রাখা ঠিক নয়। তেমনই কোথায় থামতে হবে, বা কতটা বলতে হবে সেটাও জানা জরুরি।
মনোমালিন্য
নানা কারণে রাগ হতেই পারে। কেউ আবার রেগে গেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন। প্রবল চিৎকার-চেঁচামেচির পাশাপাশি এমন কিছু কথা বলে ফেলেন, যা অন্যকে আঘাত করে। রাগের সময় নিজেক সংযত রাখা ভীষণ জরুরি। তাই রাগের কারণ যা-ই হোক, সেটার বহিঃপ্রকাশ না ঘটানোই ভালো।
উত্তপ্ত কথোপকথন
কোনো কারণে আচমকা কারও সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে দু’তরফের উত্তপ্ত বাক্যবিনিময়ে অনেক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে কথা না বাড়িয়ে চুপ করে যাওয়াই ভালো।
কোনো বিষয়ে না জানলে
সকলের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়। তাই কোনো বিষয়ে খুঁটিনাটি না জেনে সেটা নিয়ে কথা বলা ঠিক হবে না। তাতে অন্যদের সামনে নিজের ইমেজ খারাপ হতে পারে। কোনো বিষয় বিস্তারিত জানা না থাকলে, চুপ করে যাওয়া ভালো।