হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য দোয়া
সৌদি আরবে আজ ৯ জিলহজ আরাফাতের দিন। এদিন নামিরাহ মসজিদ থেকে দেওয়া পবিত্র হজের খুতবা শেষ হয়েছে। বিকেল সোয়া ৩টার দিকে খুতবা শুরু করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ড. মাহের বিন হামাদ আল মুয়াইকিলি। খুতবার একপর্যায়ে তিনি ফিলিস্তিনিদের জন্য সবাইকে দোয়া করতে বলেন এবং তাদের ওপর যে নির্মম নির্যাতন চলছে তা উল্লেখ করেন।
ড. মাহের আল মুয়াইকিলি বলেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন। যারা ভয়াবহ বিপদে আক্রান্ত রয়েছেন, শত্রুদের হামলায় ক্ষতির শিকার হয়েছেন, তাদের রক্ত ঝরানো হয়েছে, তাদের ভূমিতে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, খাবার, ওষুধ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তাদের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না।’
হজের খুতবা শেষে মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ জামাতের সঙ্গে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি।