আপনার জিজ্ঞাসা
সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৬৯তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, অনলাইনে কোরআন-সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ করা কি জায়েজ ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোরআন-সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। না, রুকইয়াহর জন্য অনলাইন বৈধ নয়। অনলাইনের মাধ্যমে রুকইয়াহ হয় না। রুকিয়া হলো, কোরআন ও রাসুল (সা.) এর মাধ্যমে বর্ণিত যেসব দোয়া এসেছে সেগুলো মাধ্যমে ঝাড়ফুঁক করা। এটি সরাসরি করতে হয়। যিনি রুকইয়াহ করবেন তিনি তেলওয়াত করবেন, এরপর পানিতে ফুঁ দেবেন বা ব্যক্তিকে ফুঁ দেবেন। সেই পানি রুগি খাবেন। এটিই হলো প্রক্রিয়া। অনলাইনের মাধ্যমে করা তো অনেকটা প্রতারণা। রুকইয়াহর মূল কাজই তো হলো, কোরআনের তেলওয়াত করতে হবে। এর জন্য আগে বুঝতে হবে, রুকইয়াহ আসলে কোনটি। সবশেষে বলব, এটা কোনোভাবেই অনলাইনে করা যায় না।