অপরিবর্তিত একাদশ নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে আজ ম্যাচ জিততে পূর্ণ শক্তির দল নিয়েই আইরিশদের সঙ্গে নেমেছে তামিম ইকবালের দল।
প্রথম ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে ব্যর্থ হন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। ওপেনিংয়ে হতাশ করেছেন তামিম-লিটন। তবে, নিজেকে আবারও প্রমাণ করলেন নাজমুল হোসেন শান্ত। ছয় নম্বর পজিশনে ভরসার আরেক নাম হয়ে ওঠা মুশফিকুর রহিম ব্যাট হাতে আছেন ছন্দে।
বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে আয়ারল্যান্ড যতক্ষণ ব্যাটিং করেছে ১৬.৩ ওভার। এতটুকু সময়ে পেস বোলিংয়ে যথেষ্ট সাবলীল ছিলেন বাংলাদেশি পেসাররা। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেনরা ইংল্যান্ডের আদর্শ পেস কন্ডিশনে দারুণ করেছেন।
ইংল্যান্ডের কন্ডিশন সবসময়ই পেস বোলিংয়ের উপযোগী। আদর্শ পেসের পিচে আজও তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। স্পিনে সাকিব ও তাইজুলকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ।
পাঁচ ব্যাটার ও চার বোলার এবং অলরাউন্ডার সাকিব-মিরাজকে নিয়ে আইরিশবধে অপরিবর্তিত একাদশ নামালেন চন্ডিকা হাথুরুসিংহের। লক্ষ্য একটাই, ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া।
বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
আয়ারল্যান্ডের একদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল,হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার, গ্রাহাম হিউম, মার্ক অ্যাডাইর, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জস লিটল।