অ্যাডিলেডে দারুণ কীর্তি কোহলির
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথম দিন শেষে ভারত গড়ে ২৩৩ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি চমৎকার একটি ইনিংস খেলেন। ১৮০ বল খরচায় করেন ৭৪ রান।
আজ বৃহস্পতিবার এই ইনিংস খেলে কোহলি গড়েন দারুণ একটি কীর্তি। সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রহ করেছেন অ্যাডিলেড ওভালে। ৭৪ রানের ইনিংস খেলে তিনি টপকে যান ৫০০ রানের গণ্ডি। বিশ্বের আর কোনো মাঠে টেস্ট ক্রিকেটে এত রান সংগ্রহ করতে পারেননি তিনি।
প্রথম ইনিংসের পর অ্যাডিলেডে কোহলির মোট সংগ্রহ ৫০৫ রান। এই মাঠে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
অ্যাডিলেডে সাত ইনিংসে যথাক্রমে ১১৬, ২২, ১১৫, ১৪১, ৩, ৩৪ ও ৭৪ রান করেছেন কোহলি। তাঁর ব্যাটিং গড় ৭২.১৪।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৭ রান করেন। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছেন ৪৩৩ রান।
অ্যাডিলেডে সবচেয়ে বেশি রান করা বিদেশি ব্যাটসম্যানদের তালিকায় কোহলি রয়েছেন চার নম্বরে। এই মাঠে ব্রায়ান লারা করেছেন ৬১০ রান। আর জ্যাক হবস ৬০১ ও ভিভ রিচার্ডস ৫৫৩ রান করেন। এর পরই রয়েছেন কোহলি।