অ্যাডিলেডে বোলারদের দাপটে ভারতের লিড
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ১৯১ রানেই থামিয়ে দিল ভারত। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিরাট কোহলির দল।
আজ শুক্রবার দিবা-রাত্রির টেস্টে এক উইকেটে নয় রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও জাসপ্রিত বুমরাহ। ৫৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নামা ভারত ৬২ রানে এগিয়ে আছে।
এদিন ছয় উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে ভারত। তবে বেশিদূর যেতে পারেনি। আজ প্রথম সেশনেই ২৪৪ রানে গুটিয়ে যায় কোহলির দল।
এরপর ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে অধিনায়ক টিম পেইন ও মার্নাস লাবুশেন ছাড়া কেউ থিতু হতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন পেইন। ৪৭ রান করেন লাবুশেন। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি।
বল হাতে দারুণ করা অশ্বিন ৫৫ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। ৪০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। দুই উইকেট নেন বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ১ম ইনিংস : (আগের দিন শেষে ২৩৩/৬) ৯৩.১ ওভারে ২৪৪ (ঋদ্ধিমান ৯, অশ্বিন ১৫, উমেশ ৬, বুমরাহ ৪*, শামি ০; স্টার্ক ২১-৫-৫৩-৪, হেইজেলউড ২০-৬-৪৭-১, কামিন্স ২১.১-৭-৪৮-৩, গ্রিন ৯-২-১৫-০, লায়ন ২১-২-৬৮-১, লাবুশেন ১-০-৩-০)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৭২.১ ওভারে ১৯১ (ওয়েড ৮, বার্নস ৮, লাবুশেন ৪৭, স্মিথ ১, হেড ৭, গ্রিন ১১, পেইন ৭৩*, কামিন্স ০, স্টার্ক ১৫, লায়ন ১০, হেইজেলউড ৮; উমেশ ১৬.১-৫-৪০-৩, বুমহার ২১-৭-৫২-২, শামি ১৭-৪-৪১-০, অশ্বিন ১৮-৩-৫৫-৪)।
ভারত ২য় ইনিংস : ৬ ওভারে ৯/১ (পৃথ্বি ৪, আগাওয়াল ৫*, বুমরাহ ০*; স্টার্ক ৩-১-৩-০, কামিন্স ৩-২-৬-১)।