আবাহনী শিবিরে করোনার হানা
একদিন আগেই বসুন্ধরা কিংসের কাছে হেরে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। এর রেশ না কাটতেই আরেকটি ধাক্কা খেল দেশের অন্যতম সেরা ক্লাবটি।
আবাহনী শিবিরে করোনাভাইরাস হানা দিয়েছে। দুই সহকারী কোচ ও পাঁচ ফুটবলারসহ সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত সাতজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।
করোনায় আক্রান্ত হওয়া সাত খেলোয়াড় হলেন— আল আমিন হাসান, মোহাম্মদ হৃদয়, দীপক রায়, ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া। বাকি দুজন হলেন সহকারী কোচ জাকারিয়া বাবু ও অন্যজন দলের স্টাফ।
আগামী ১৩ জানুয়ারি শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। লিগ শুরুর আগ মুহূর্তেই এমন দুঃসংবাদ পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধকরা কিংসের কাছে ৩-১ গোলে হেরেছে আবাহনী। টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস।