ইংলিশ কন্ডিশনে আইরিশরাই এগিয়ে থাকবে : রাব্বি
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন ৫ ক্রিকেটার ও কোচিং স্টাফের ৭ জন। গতকাল রোববার (৩০ এপ্রিল) দিনগত রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা। আর বাকিরা যাবেন আজ সোমবার সকালে।
প্রথম ধাপে কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ টিম ম্যানেজমেন্টের সদস্যের সঙ্গে যাত্রা করেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, ইবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাওহিদ হৃদয়রা। আর আজ সোমবার (১ মে) সকাল ১০টা ১৫ মিনিটে ভিন্ন আরেকটি ফ্লাইটে রওনা হবেন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ বাকিরা।
এই সফরের জন্য সিলেটে বাউন্সি উইকেটে তিনদিনের কন্ডিশন ক্যাম্প করেছে টাইগাররা। ক্লোজডোর সেই ক্যাম্পে পারপরম্যান্সের উন্নতিতে বেশি গুরুত্ব দিয়েছেন কোচ হাথুরুসিংহে। দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট কোচ। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব ও আইপিএলে খেলা মুস্তাফিজ দলের সাথে ৫ মে’র আগেই যোগ দিবেন।
প্রতিপক্ষের চেয়ে ইংলিশ কঠিন কন্ডিশনকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। কন্ডিশনের কারণেই এই সিরিজকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ব্যাটসম্যান ইয়াসির রাব্বি।
দেশছাড়ার আগে গণমাধ্যমে তিনি জানান, ‘ইংল্যান্ডের আবহাওয়ায় আয়ারল্যান্ড ভালো একটা দল। আল্লাহর রহমতে ওদের চেয়ে আমরা ভালো দল। কিন্তু যেহেতু আমরা ওদের ওখানে খেলতে যাচ্ছি, ওরা একটু এগিয়ে থাকবে আমাদের থেকে। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সিরিজ জেতাটা....।’
চোটের কারণে পেসার তাসকিন প্রসঙ্গে রাব্বি বলেন, ‘তাসকিন.. ও তো আসলে দেখা যাচ্ছে শেষ ২ বছর ধরে বাংলাদেশ দলের মেইন অ্যাটাক ছিল আমাদের। আমি মনে করি মিস তো করবেই। তবে নতুন বোলারের জন্য বড় সুযোগ, মৃত্যুঞ্জয়ের জন্য বড় সুযোগ। নিজের ক্যালিভার প্রমাণের বড় সুযোগ, এটা ভালো দিক আমাদের জন্য।’
আইসিসি ওয়ানডে লিগের অংশ হিসেবে আইরিশদের সাথে এই সিরিজে খেলছে টাইগাররা। সিরিজ শুরুর আগে সেখানে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ মে লন্ডের চেমসফোর্ডে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।