ইংল্যান্ড প্রবাসী ইমরান বাংলাদেশের দ্রুততম মানব
জাতীয় অ্যাথলেটিকসে প্রথম অংশ নিয়ে দ্রুততম মানব হয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইমরান রহমান। আজ সোমবার বনানীর আর্মি স্টেডিয়ামে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন তিনি।
শুধু তাই নয়, প্রয়াত মাহাবুব আলমের রেকর্ড ভেঙেছেন ইমরান। তিনি সময় নিয়েছেন ১০.৫০ সেকেন্ড। ইলেকট্রনিক স্কোরবোর্ডে এটাই বাংলাদেশের সেরা। মাহাবুব ১০.৫৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। আর হাতঘড়ির হিসেবে ১০.২০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন সাবেক দ্রুততম মানব ইসমাইল। ২০১৯ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি।
জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে সম্প্রতি ঢাকায় আসেন ইমরান। খেলছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে।
এদিকে এবার দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.৩২ সেকন্ড। সাফল্যে উচ্ছ্বসিত সুমাইয়া বলেন, ‘সাফল্যে আশাবাদী ছিলাম। আত্মবিশ্বাসও ছিল। চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।’
প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও অ্যাফিলিয়েটেড বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন পুরুষ ও নারী আ্যাথলেট অংশ নিচ্ছেন।
৪০টি ইভেন্টে অ্যাথলেটরা লড়াই করবেন। পুরুষদের ২২টি ইভেন্ট ও নারীদের ১৮টি ইভেন্ট রয়েছে। নারীদের জন্য এবার ৪টি নতুন ইভেন্ট সংযুক্ত করা হয়েছে।