ইংল্যান্ড যাওয়ার আগে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। তার আগে দেশে ২/৩ দিনের ছোট একটি ক্যাম্পের আয়োজন করবে বিসিবি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে অনুষ্ঠিত হবে স্বল্পমেয়াদি ক্যাম্পটি।
আজ সোমবার (১০ এপ্রিল) আসন্ন আয়ারল্যান্ড সিরিজ প্রসঙ্গে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে সিলেটের কন্ডিশনের বেশ মিল আছে। আয়ারল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে শেষ হওয়া সিরিজে সিলেটে দারুণ পারফর্ম করেছেন ক্রিকেটাররা। সেসব মাথায় রেখে ইংল্যান্ডে যাওয়ার আগে দেশের মাটিতে ছোট ক্যাম্পটি সিলেটে করতে চেয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘ইদের পর খুব ছোট একটা ক্যাম্প হবে দেশে। ২ বা ৩ দিনের হবে এটি। প্রধান কোচ চেয়েছেন যেন ঢাকার বাইরে হয়। সিলেটের কন্ডিশন ইংল্যান্ডের কাছাকাছি, তাই সেখানে ক্যাম্প করব আমরা ।’
হাথুরুসিংহে চেয়েছেন ইংল্যান্ডে যাতে প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পায় বাংলাদেশ। তাই বেশ আগেভাগেই ইংল্যান্ডে চলে যাবে দল। ১ মে দেশ ছাড়ার পর ২ মে সেখানে পোঁছাবে বাংলাদেশ। ৫ মে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠেয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।