ইতিহাস গড়তে চায় ভারত
দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। সেই আক্ষেপ ঘোচানোর ভালো সুযোগ তাদের সামনে। সিরিজের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া জোহানেসবার্গ টেস্ট জিতে প্রথমবার প্রোটিয়াদের মাটিতে ইতিহাস গড়তে চায় ভারত।
কাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১৯৯২ সালে প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামে ভারত। এরপর আরও ছয়বার টেস্ট সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। পাঁচটিতে হারে, একটি সিরিজ ড্র করে।
২০০৬ ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু দুবারই ব্যর্থ হয় তারা। ২০০৬ সালে প্রথম টেস্ট জিতেছিল ভারত। পরের দুই টেস্ট জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
২০১০ সালে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতলেও, পরের টেস্ট জিতে সমতা আনে ভারত। আর তৃতীয়টি ড্র হয়। সেবার দক্ষিণ আফ্রিকার মাটিতে হার এড়াতে সক্ষম হয় ভারত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটিই ছিল সেরা সাফল্য।
এবার সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে ভারত। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট ১১৩ রানে জিতে ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়ানে জয় পায় টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটের সামনে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৩০৫ রানের জবাবে ১৯১ রানে অলআউট হয় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ১৯৭ রান করেছিল তারা। দুই ইনিংসে একবারও ২০০ রান করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ভারত ৩২৭ ও দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান করে। প্রথম ইনিংসে ১২৩ রানের দারুণ ইনিংস খেলেন ওপেনার লোকেশ রাহুল। তবে ভারতের মাথা ব্যথার কারণ মিডল-অর্ডারে অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের ফর্ম। কোহলি ৩৫ ও ১৮, পূজারা ০ ও ১৬ এবং রাহানে ৪৮ ও ২০ রান করেন।