এবার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ভারত, পারবে তো বাংলাদেশ?
যুব বিশ্বকাপের গেল আসরের ফাইনালে এই ভারতকে হারিয়েই প্রথমবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ভারতকে উড়িয়ে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দুই বছর বাদে একই মঞ্চে আবার দেখা বাংলাদেশ ও ভারতের। তবে এবার ফাইনালে নয়, কোয়ার্টার ফাইনালে লড়বে দুই দেশ। চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ শনিবার ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
আগের বারের তুলনায় এবার আরো শক্তিশালী ভারত। যাদের কাছে এই বিশ্বকাপের আগে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। তাছাড়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে হতাশা দেখেছে লাল-সবুজের দল।
তবুও পুরোনো সব তিক্ত অতীত ভুলে আজ জয়েই চোখ রাখছে বাংলাদেশ। দুই বছর আগে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের সুখকর স্মৃতি নিয়ে এবারও লড়াই করতে চায় রাকিবুল হাসানের দল।
মূল লড়াইয়ের আগে ভিডিও বার্তায় বাংলাদেশের অধিনায়ক রাকিবুল বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের আগে কিছু ম্যাচ খেলা আছে। তাই ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা আছে। আমরা নিজেদের পরিকল্পনা মেলে ধরতে পারলে ও ভুল কম করলে ভালো করতে পারব।’
ভয়ডরহীন ক্রিকেট খেলার আভাস দিয়ে অধিনায়ক আরো বলেন, ‘কোয়ার্টার ফাইনালের আগে আমরা ৫-৬ দিন বিরতি পেয়েছি। এই বিরতিতে আমরা ভালোমতোই অনুশীলন করেছি। একদিন ম্যাচের মতো পরিস্থিতি করেও খেলেছি। মানসিকভাবে আমরা ভালো অবস্থায় আছি। গত দুটি ম্যাচে আমরা ভালো বল করেছি। ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররা ভালো করেছে। নিজেদের স্কিল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। চেষ্টা করব নিজেদের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে। ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে সাফল্য নিয়ে পাবো।’