এবার চোটের মিছিলে স্পিনার নাঈম
কদিন আগেই পেশিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার আবু জায়েদ রাহি। এর আগে আঙুলের চোটে ছিটকে যান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। এবার এলো আরো একটি দুঃসংবাদ। আঙুলে চোট পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন তরুণ ক্রিকেটার নাঈম হাসান।
জেমকন খুলনার বিপক্ষে গত বৃহস্পতিবার ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান বেক্সিমকো ঢাকার জার্সিতে খেলা নাঈম। আজ শনিবার দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নাঈমকে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে অফ স্পিনারকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে।
টেস্টে ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ নাঈম। দারুণ বোলিংয়ে নিজের জায়গা বেশ পোক্ত করে নিয়েছেন তিনি। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজের আগে নাঈমের চোট চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।
এর আগেও একবার নাঈমের আঙুলে চিড় ধরা পড়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি।