ওয়ানডেতেও ভারতের অধিনায়ক রোহিত শর্মা
বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল, ওয়ানডে ক্রিকেটেও ভারতের অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত তাই হয়েছে। বিরাট কোহলিকে সরিয়ে টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে এই মারকুটে ব্যাটসম্যানকে। এখন শুধু টেস্টেই নেতৃত্ব দেবেন কোহলি।
এর আগে ওয়ানডে ক্রিকেটে ভারতকে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। কোহলির অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন তিনিই। ফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। এবার স্থায়ীভাবে রোহিতের হাতেই অধিনায়কত্বের ব্যাটন উঠেছে।
আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটেও ভারতের নেতৃত্ব দিতে শুরু করেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বে দল। এখন শুধু টেস্টে ভারতের অধিনায়ক থাকছেন বিরাট।
৯৫টি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এর মধ্যে ৬৫টি ম্যাচ জিতেছে দল। তাঁর নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তবে কোনো বড় টুর্নামেন্ট জেতেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল।