কমলেশ জৈন ভারতীয় দলে
ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিয়েছেন ফিজিও কমলেশ জৈন। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্রায় ১০ বছর কাজ করার অবিজ্ঞতা নিয়ে এবার জাতীয় দলে যোগ দিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকবাজের খবরে জানা গেছে, আগামী ১৭ মে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের অংশ হতে চলেছেন।
এদিকে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় টি-টোয়েন্টি দল অনুশীলন শুরু করে দিয়েছে। ১৮ সদস্যের দলটি ৯ জুন থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। কটকে ১২ জুন, ভাইজাগে ১৪ জন এবং রাজকোটে ১৭ জুন ম্যাচের পর ১৯ জুন বেঙ্গালুরুতে সিরিজটি শেষ হবে।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য নির্বাচিত দল ১৯ জুন ইংল্যান্ডে রওনা হবে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১ জুলাই থেকে এজবাস্টনে ইংল্যান্ডের একটি টেস্ট খেলবে। গত বছর পাঁচ ম্যাচের সিরিজে শেষ ম্যাচটি কোভিডের কারণে খেলা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর ভারত ২৬ এবং ২৮ জুন দুই ম্যাচের সিরিজের জন্য আয়ারল্যান্ডে যাবে।