করোনা সন্দেহে মুশফিকের বাবা-মাকে ঢাকায় পাঠানো হয়েছে
তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা-মাসহ পরিবারের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সন্দেহে ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে তারা বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
গত তিন দিন ধরে মুশফিকের বাবা মাহবুব হামিদ জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তাঁর বুকের সিটিস্ক্যান করানো হয়। সেখানে বুকের ২৫ ভাগ করোনা সংক্রমণের লক্ষণ দেখা যায়। বগুড়ার চিকিৎসকরা করোনা সন্দেহে আজ বুধবার দুপুরে অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠায় তাঁকে। সঙ্গে মুশফিকের মা হামিদা বেগমসহ আরও তিন জন রয়েছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু জানান, মুশফিকের বাবা এখন ভালো আছেন। অক্সিজেনের মাত্রা ৯২। আবশ্য শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ রয়েছে। তবে করোনা পরীক্ষা এখনো করা হয়নি।
এদিকে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পারিবারিক কারণে হারারে থেকে দেশে ফিরছেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। হারারে থেকে আজই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।
জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৯ জুলাই ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। একই দিনে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশে ফিরবেন তামিমরা। দেশে ফিরেই সরাসরি টিম হোটেলে জৈব সুরক্ষাবলয়ে ঢুকবেন ক্রিকেটারেরা।
এই জৈব সুরক্ষাবলয়ের ধকলের কারণেই দলের সঙ্গে থেকে একবারে আসার কথা ছিল মুশফিকের। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত বদলেছে। উল্টো ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না মুশফিককে। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে অন্তত ১০ দিন আগে থেকে কোয়ারেন্টিন মানতে হতে পারে মুশফিককে।