চিকিৎসার জন্য ইংল্যান্ড সফর মিস করছেন রাহুল
কেএল রাহুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সম্ভবত ভারতীয় ওপেনারকে জার্মানিতে পাঠনো হবে। কুঁচকির চোটের কারণে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ড সফর মিস করছেন।
রাহুলের বিদেশ যাওয়ার বিষয়টি বিসিসিআইকে ক্রিকবাজকে নিশ্চিত করেছে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, ‘এটা ঠিক, বোর্ড তার ফিটনেস নিয়ে কাজ করছে এবং তিনি দ্রতই জার্মানিতে যাবেন। এই মাসের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে রাহুলের জার্মানি যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
বিদেশি চিকিত্সা করাতে গেলে রাহুল ইংল্যান্ড সফর মিস করবেন। ভারত একটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং তিনটি ওয়ানডে খেলবেন। এই সফরের জন্য তাকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছিল।’
বৃহস্পতিবার সকালে এজবাস্টনের উদ্দেশে রওনা হয় ভারতীয় টেস্ট দল। রাহুল তাদের মধ্যে ছিলেন না।