চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে রাহি
মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বোলিং করতে গিয়ে হঠাৎ চোটে পড়েছেন ফরচুন বরিশালের বোলার আবু জায়েদ রাহি। চোটে পড়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত বিসিবির মিডিয়া রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে বরিশালের এই পেস বোলারকে। খবরটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে ফরচুন বরিশালের মিডিয়া বিভাগ।
ঘটনাটি ঘটে রাজশাহীর ইনিংসের নবম ওভারে। স্ট্রাইকে ছিলেন নাজমুল হোসেন শান্ত। নবম ওভারের দ্বিতীয় বলটি করতে রানআপ নিয়ে আসেন রাহি। কিন্তু বল থ্রু করার আগমুহূর্তে থেমে যান। দেখা যাচ্ছিল, পায়ের পেশির ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি।
এরপর মাটিতে লুটিয়ে পড়েন রাহি। মাঠে ঢুকে কিছুক্ষণ চিকিৎসা দেয় মেডিকেল বিভাগ। তাতে কাজ হয়নি। পরমুহূর্তে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। ফরচুন বরিশালের দেওয়া তথ্য অনুযায়ী, রাহির চোট ততটা গুরুতর নয়, বিসিবির মেডিকেল রুমেই চিকিৎসা চলছে তাঁর।
চলতি টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের একবারে তলানির দল বরিশাল। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তামিমের দল। পরাজয়ের বৃত্তে আটকে থাকা বরিশাল দুই পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বরে।
একইভাবে টুর্নামেন্টের শুরুটা দারুণ জয়ে করলেও ছন্দ ধরে রাখতে পারেনি রাজশাহী। টানা দুই জয়ের পর চার ম্যাচে জয়হীন নাজমুল হোসেন শান্তর দল। অবস্থান পয়েন্ট টেবিলের চার নম্বরে। তরুণ অধিনায়কের নেতৃত্বে ফের জয়ের ছন্দে ফিরতে মরিয়া রাজশাহী।
সব মিলিয়ে দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প নেই। তবে শেষ পর্যন্ত জয়ের সুফল কে পায় সেটাই দেখার অপেক্ষা।