জয় পেয়ে স্বস্তিতে অসি অধিনায়ক
বাংলাদেশ সফরটা শুরু থেকেই দুঃস্বপ্নের মতো কেটেছে অস্ট্রেলিয়ার। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে সফরকারীরা। সিরিজ হারানোর পর অবশেষে চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেল তারা। এই জয় পেয়ে খুশি অসি অধিনায়ক ম্যাথু ওয়েড। ম্যাচ শেষে স্বস্তির কথাই শোনালেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
ম্যাচ শেষে অসি অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘গত কয়েক ম্যাচে জয়ের জন্য আমরা খুব পরিশ্রম করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি। তিন ম্যাচ হারার পর জয় পাওয়া সত্যিই কঠিন ছিল। ডেন ক্রিস্টিয়ান ভালো করেছে। সেই মূলত পার্থক্য গড়ে দিয়েছে। সাফল্য পেতে এমন রান করা দরকার ছিল। সে সেটা করেছে। আমরা টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেছিলাম, কীভাবে রান করা যায়। সত্যিই এটি (ঘুরে দাঁড়িয়ে জয়) কঠিন ছিল।’
অসি অধিনায়ক আরও বলেন, ‘এখনো আমরা ঠিক ব্যাটিং করতে পারিনি। এখনো ছেলেরা পরিশ্রম করছে। আমাদের সামনে আরেকটি সুযোগ আছে। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা থাকবে।’
বোলারদের ভূমিকা নিয়ে ওয়েড বলেন, ‘বোলাররা এই সিরিজে ডমিনেট করছে। প্রতিটি ম্যাচে ভালো করছে। বিশেষ করে স্পিনাররা। পরের ম্যাচে সম্ভবত আমরা তিনজন স্পিনার নিয়েই মাঠে নামব।’
আজ শনিবার ম্যাচটিতে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধান আনল ম্যাথু ওয়েডের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ নাঈম। জবাব দিতে নেমে ছয় বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
১০৫ রানের ছোট লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রান তাড়া করতেও শুরুতে উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ফলে আশা জাগে বাংলাদেশের। কিন্তু সাকিব আল হাসানের এক ওভার এলোমেলো করে দেয় সব। এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান দেন তিনি। ওই এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া পায় চলতি সফরে নিজেদের প্রথম জয়।