তামিমদের হারিয়ে ছন্দ ধরে রাখল খুলনা
বড় লক্ষ্যের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দারুণ কিছুর আভাস দেন দুই ওপেনার তামিম ইকবাল ও পারভেজ ইমন। কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের সেই আশায় জল ঢেলে দেন জেমকন খুলনার বোলাররা। ফরচুন বরিশালকে থামিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আরেকটি জয় তুলে নিল সাকিব-মাহমুদউল্লাহর দল।
আজ শুক্রবার টুর্নামেন্টের ১১তম ম্যাচে ফরচুন বরিশালকে ৪৮ রানে হারিয়েছে জেমকন খুলনা। টানা দুই হারের পর টানা দুটিতে জয় পেল খুলনা। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শক্ত অবস্থানে মাহমুদউল্লাহর দল। অন্যদিকে পরাজয়ের বৃত্তে আটকে থাকা বরিশাল পেল চতুর্থ হারের স্বাদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান করে খুলনা। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল।
অবশ্য খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও পারভেজ হোসেনের ব্যাটে উড়ন্ত শুরু করে বরিশাল। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৫৭ রান। কিন্তু শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি তামিম ইকবালের দল। মাত্র তিন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে তারা।
শুরুতে শুভাগত হোমের এক ওভারেই তামিম-পারভেজকে হারায় বরিশাল। ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন তামিম। আর ১৯ রানে বিদায় নেন আরেক ওপেনার পারভেজ।
এর পরই শুরু হয় বরিশালের ছন্দপতন। ব্যাট হাতে বাকিরা কেউ সফল হতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় তামিমের দল।
এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন এনে ব্যাটিংয়ে নামে খুলনা। এনামুল হক বিজয় ও সাকিব আল হাসানের পরিবর্তে ওপেন করেন জাকির হোসেন ও জহুরুল অমি। তবে পরিবর্তন এনেও লাভ হয়নি। জুহুরুলের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। এরপর ইমরুল কায়েসকে সঙ্গে করে এগিয়ে যান জাকির।
দ্বিতীয় জুটি দলকে ভালোভাবেই এগিয়ে নেয়। দলীয় ১০৯ রানে এই জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ৩৭ রানে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল। এরপর জাকিরের প্রতিরোধ ভাঙেন তাসকিন। ১৫.২ ওভারে ৬৩ রানে ফিরে যান জাকির। ৪২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারিতে।
পজিশন পাল্টে চারে ব্যাট করতে নামা সাকিব আজও নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১৪ রানের মাথায় তাঁকে সাজঘরে পাঠান তানভীর ইসলাম। শেষের দিকে অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ১৭৩ রানে থামে খুলনা।
সংক্ষিপ্ত স্কোর :
জেমকন খুলনা : ২০ ওভারে ১৭৩/৬ (জাকির ৬৩, জুহুরুল ২, ইমরুল ৩৭, সাকিব ১৪, মাহমুদউল্লাহ ২৪, শামীম ৫, আরিফুল ৬, শুভাগত ৫; তাসকিন ৪-০-৪৩-২, আফিফ ২-০-২২-০, রাব্বি ৪-০-৩৩-৩, রাহি ৪-০-৩৩-০, মিরাজ ৪-০-২৫-০, তানভীর ২-০-১৬-১)।
ফরচুন বরিশাল : ১৯.৫ ওভারে ১২৫/১০ (তামিম ৩৩, পারভেজ ১৯, আফিফ ৩, তৌহিদ ৩৩, শুক্কুর ১৬, মাহিদুল ১০, মিরাজ ১, তাসকিন ০, তানভীর ০, রাব্বি ১,রাহি ০; সাকিব ৪-০-২২-১, শুভাগত ৩-০-১৮-২, আল আমিন ৪-০-৩১-১, হাসান ৪-০-১৮-২, শহীদুল; ২.৫-০-১৭-২)।
ফল : ৪৮ রানে জয়ী জেমকন খুলনা।