তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের সোনালি সাফল্য
টোকিও অলিম্পিকের শুরুর দুদিন স্বর্ণের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। কিন্তু, তৃতীয় দিনের অর্ধেক না যেতেই পরপর তিনটি সোনালি সাফল্য পেয়ে গেল যুক্তরাষ্ট্র। আজ সোমবার এখন পর্যন্ত তিনটি বিভাগে স্বর্ণ জয়ের হাসি হেসেছে যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা।
আজ দিনের শুরুতে প্রথমে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন অ্যাডাম পিটি। এই ইভেন্টে ৫৭.৩৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন পিটি। অন্যদিকে, ৫৮ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন নেদারল্যান্ডসের আরনো কামিঙ্গা। আর, ৫৮.৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।
অ্যাডাম পিটির পর ঘণ্টাখানেকের মাথায় আরও দুটি স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। একটি এসেছে সিনক্রোনাইজড ডাইভিংয়ে। ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতেছেন টম ডেলি-ম্যাটি লি জুটি। এই বিভাগে রুপা জিতেছেন চাও-চেন জুটির ৪৭০.৫৮। ব্রোঞ্জ জিতেছে আরওসি (রাশিয়ান অলিম্পিক কমিটি) নাম নিয়ে রাশিয়ার দুই ডাইভার বন্ডার-মিনিবায়েভ জুটি। তাঁদের পয়েণ্ট ৪৩৯.৯২।
আর, মাউন্টেন বাইক সাইক্লিংয়ে সোনার পদক গেল টিম প্যাডকের গলায়। এই বিভাগে রূপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর।