নাবিলের দুর্দান্ত সেঞ্চুরিতে যুবাদের দারুণ জয়
লক্ষ্য বিশাল। জয়ের জন্য নেপালের চাই ২৯৮ রান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া বড় লক্ষ্য তাড়া করে ১৪৩ রানে ইনিংস গুটিয়ে নেয় নেপাল। তাই ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে লাল-সবুজের দলের যুবারা।
নওরোজ নাবিলের দারুণ এক সেঞ্চুরিতে বড় পুঁজি পায় বাংলাদেশ। শারজাহতে আজ শুক্রবার তিনে ব্যাট করতে নেমে ১১২ বলে ১২৭ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। ৫৪ বলে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হন ফাহিম। ইফতেখার ১৫ বলে ২১ রান করেন।
নেপালের হয়ে কোনো ব্যাটসম্যানই খুব একটা সুবিধা করতে পারেননি। গুলশান ঝা সর্বোচ্চ ৩৫ রান করেন। আর বিবেক মাগর ৩৩ ও বিবেক যাদব ২৬ রান করেন।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, এসএম মেহরাব ও নাইমুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ২৯৭/৪ (ইফতেখার ২১, নাবিল ১২৭*, আইচ ২২, ফাহিম ৫৮*; গুলসান ১০-০-৬০-১, বান্দারি ৬-০-৩১-১, বসির ৮-০-৩৬-০, খানাল ৭-১-৩০-০, আদিল ৭-০-৪৩-১)।
নেপাল অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৩ ওভারে ১৪৩ (অর্জুন কুমাল ৫, খানাল ১২, বিবেক মাগার ৩৩, বিবেক যাদব ২৬, গুলশান ৩৫ ; তানজিম ৭-০-২২-২, রকিবুল ৯-২-২৫-২, মেহরব ৯-১-২০-২, নাইমুর ৬.৩-১-৪৫-২)।