নাসিরের কাণ্ড-কীর্তি : আমাদের ক্রীড়াঙ্গন
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে। তাঁর বিয়ের খবরে ক্রীড়াঙ্গনে প্রথমে কিছুটা স্বস্তি এসেছিল। কারণ, গত দু-তিন বছরে তাঁকে নিয়ে অনেক নেতিবাচক খবর সংবাদমাধ্যমে এসেছে। এই বিয়ের মাধ্যমে ব্যক্তিজীবনে কিছুটা শৃঙ্খলায় ফিরবেন নাসির, অনেকেই তা আশা করেছিল। কিসে কী! নাসির যে শোধরানোর নয়, সেটা তিনি আরেকবার প্রমাণ করলেন।
বিয়ের দু-একদিন পার না হতেই অভিযোগ ওঠে, আইনবহির্ভূত বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তা কতটা ঠিক, কতটা ভুল, সে বিচার করবেন আদালত। অবশ্য তামিমা সুলতানার দাবি, শরিয়ত ও আইন মোতাবেক ২০১৬ সালের ২৩ ডিসেম্বর তিনি ডিভোর্সের আবেদন করেন। এরপর ২০১৭ সালের ২২ এপ্রিল সেই তালাকটি কার্যকর হয়।
গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেট বেশকিছু ক্ষেত্রে সাফল্য পেয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিজীবনের কিছু নেতিবাচক খবরে সমালোচনাও কম হয়নি। বেশ কয়েকজন ক্রিকেটারের কাণ্ড-কীর্তি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এখন সময় এসেছে ক্রিকেট বোর্ডকে বিষয়টা নিয়ে ভাবার। খেলোয়াড়দের মেন্টরিং ভালোভাবে করা, যেন খ্যাতি পেয়ে বিগড়ে না যান তাঁরা।
বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যেতে পারে, ক্রিকেটাররাই সবচেয়ে বড় তারকা। নতুন প্রজন্মের কাছে তাঁরা হতে পারেন আদর্শ। তাঁদের কোনো ভুল সিদ্ধান্ত দেশের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।
২০১৮ সালের সেপ্টেম্বরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজন ক্রিকেটারকে শুনানিতে ডেকেছিল বিসিবি। তাঁদের মধ্যে ছিলেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেন।
সেই সময় ক্রিকেটারদের ব্যক্তিজীবনের সমস্যা ও সংকট সৃষ্টি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘প্রাইভেট অনেক সমস্যা আছে, সেখানে বিসিবির পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। কেউ যদি কাউকে ডিভোর্স দেয় বা কেউ যদি একাধিক বিয়ে করে, সেখানেও আমাদের কিছু করার নেই।’
তবে ক্রিকেটাররা যেহেতু অনেকের কাছে আদর্শ, তাঁদের অনেকে সমর্থন করে, অনেকে অনুসরণ করে— তাই বিসিবির চেষ্টা করা তাঁদের দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতির জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া যেতে পারে।
কারণ, ক্রিকেটারদের মানসিক উন্নতি না ঘটলে এর প্রভাব তাঁর খেলায় পড়বে। যার বড় উদাহরণ সব্বির রহমানের মতো ক্রিকেটার। অসাধারণ প্রতিভাবান এই ক্রিকেটার হারিয়ে গেছেন। ফিনিশার খ্যাত ক্রিকেটার নাসির হারিয়ে গেছেন আরও আগেই। তাঁরা জাতীয় দলে ফিরতে পারবেন কি না, তা বলা মুশকিল। তবে খেলার বাইরের ঘটনায় তাঁরা প্রায়ই আলোচনায় আসেন। তাতে যেমন ক্ষতি হয় দেশের ক্রিকেটের, নিশ্চয়ই বিব্রত হন কর্মকর্তারাও।
লেখক : সাংবাদিক