নিষিদ্ধ সাকিব নতুন বছরেও পেলেন দারুণ সুখবর

সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। সাময়িকভাবে নিষিদ্ধ হলেও অনেক অর্জন জমা পড়েছে তাঁর ঝুলিতে। কদিন আগে উইজডেনের দশকসেরা ওয়ানডে দলে জায়গা পান। এরপর হার্ষা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দলেও ছিলেন তিনি। এবার জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে দলেও জায়গা পেলেন সাকিব।
এক দশকে নিজের পারফরম্যান্স দিয়ে সেখানে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। এমনকি অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্স বিবেচনায় গত এক দশকে তাঁর ধারে-কাছেও কেউ নেই।
গত এক দশকে সাকিব ১৩১ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে চার হাজার ২৭৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৭ উইকেট। এ বছরের বিশ্বকাপের শীর্ষ পারফরমারদের একজন ছিলেন সাকিব।
ক্রিকইনফোর দশকসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর টেস্ট দলের অধিনায়ক রাখা হয়েছে বিরাট কোহলিকে।
২৩ জন বিশেষজ্ঞ প্যানেল এই তিন ফরম্যাটের দল নির্বাচন করেছেন। ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা ছিল একটাই, ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় ছিলেন যাঁরা। তা ছাড়া ন্যূনতম ৫০টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে।
দশকসেরা ওয়ানডে দল : হাসিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, এম এস ধোনি, সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির।
দশকসেরা টেস্ট দল : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, এবি ডি ভিলিয়ার্স, রবিচন্দ্রন অশ্বিন, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথ।
দশকসেরা টি-টোয়েন্টি দল : ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, সুনীল নারাইন, বিরাট কোহলি, কায়রণ পোলার্ড, আন্দ্রে রাসেল, এমএস ধোনি, এবি ডি ভিলিয়ার্স, রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরাহ।