ভারতে বন্ধ পিএসএলের সম্প্রচার

ভারতের অন্যতম পর্যটন এলাকা জম্মু-কাশ্মীরের পেহেলগাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় সম্প্রতি নিহত হয়েছেন ২৬ জন পর্যটকসহ সেনা সদস্য। অস্থিরতা বিরাজ করছে ভারতজুড়ে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতে বন্ধ করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
চলমান পিএসএল ভারতে সম্প্রচারের স্বত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখায়নি তারা। এমনকি পিএসএলের পুরোনো ভিডিওগুলোও মুছে ফেলেছে ফ্যানকোড।
শুধু তাই নয়, ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের ওয়েবসাইট থেকে সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণীসহ ২০২৫ পিসিএলের সব তথ্য সরিয়ে নিয়েছে।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আরও অনেক বছর দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা। আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হতে হয়, কারণ সেখানে আইসিসির হস্তক্ষেপ থাকে। কিন্তু, দ্বিপাক্ষিক সিরিজে তারা খেলবে না।
পেহেলগাম কাণ্ডে গতকাল স্থগিত করা হয়েছিল সাউথ এশিয়ান (সাফ) অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আনুষ্ঠানিকভাবে স্থগিতের কারণ না জানানো হলেও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি অ্যাথলেটদের ভিসা জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান ৪৩ জন অ্যাথলেটের আসার কথা ছিল টুর্নামেন্টে অংশ নিতে।