'পাকিস্তানে সামিরা রাজার মতো সম্মান পান'
ভারতে আইপিএল খেলতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি। যা নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব আলোচনা শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে পাকিস্তান সুপার লিগের এক ফ্র্যাঞ্চাইজি মালিক দাবি করলেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পাকিস্তানে রাজার মতো সম্মান দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর থেকেই বর্ণবাদ নিয়ে আলোচনা হচ্ছে পুরো বিশ্বে। এই আলোচনায় আছেন ক্রিকেটাররাও। অনেক ক্রিকেটারই জানিয়েছেন, বর্ণবাদের শিকার হওয়ার কথা। এর মধ্যে উইন্ডিজ তারকা সামি জানালেন আইপিএলে স্বয়ং দলের সতীর্থদের কাছেই বর্ণবাদের শিকার হয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে মুখ খুললেন পিসিএলে সামির দলের মালিক। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলেন এই ক্যারিবীয় ক্রিকেটার। তিনি একা নন। ক্রিস গেল, ডোয়াইন ব্রাভোর মতো তারকারাও পাকিস্তান সুপার লিগে খেলেন। কিন্তু সেখানে তাঁদের বর্ণবৈষম্যের শিকার হতে হয়নি।
জালমির মালিক জাভেদ আফ্রিদি এক সাক্ষাৎকারে বলেন, ‘সামির মতো ওয়েস্ট ইন্ডিজের সব তারকারা পাকিস্তানের মাটিতে রাজার সম্মান পান। আসলে ওরা খুব শক্তিশালী। ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, পাকিস্তানের ভক্তরা ওদের খেলা দেখতে পছন্দ করে। ওদের সমর্থনও করে।'
সম্প্রতি সামি অভিযোগ করেন, সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থরা তাঁকে ‘কালু’ বলে ডাকতেন। তখন অবশ্য তিনি সেই শব্দের অর্থ জানতেন না বলে দাবি করেছেন। সামির সেই অভিযোগ প্রমাণ হয়েছে ইশান্ত শর্মার একটি ইনস্টাগ্রাম পোস্টে। বেশ কয়েক বছর আগে ইশান্ত একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে ইশান্তের সঙ্গে ছিলেন সামি, ভুবনেশ্বর কুমার ও ডেল স্টেন। ক্যাপশনে ইশান্ত লেখেন, 'আমি, ভুবি, কালু ও রাইজার্স।' যার জন্য অনেকেই ইশান্তের সমালোচনা করেন।
সামিকে নিয়ে বিতর্কের মধ্যেই জালমির মালিক বললেন, ‘পিএসএলে সামি জালমির অধিনায়ক। জালমির ভক্তদের কাছে সামি নায়ক। আর সামি ভক্তদের ভালবাসার যোগ্য।'