ফিট হয়েও কেন কম বোলিং করছেন সাকিব?
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ঘুরে ফিরে আলোচনায় অধিনায়ক সাকিব আল হাসানের বোলিং। প্রথম ইনিংসের পর আইরিশদের দ্বিতীয় ইনিংসেও কেন বোলিংয়ে খুব একটা দেখা যায়নি সাকিবকে, কারণটা অজানা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা টেস্টের তৃতীয় দিনের ৯০ ওভারের মধ্যে মাত্র ৬ ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। বাকি সময়টা কখনো স্লিপ, কখনো কাভার কিংবা মিড অনে ফিল্ডিং করে কাটিয়েছেন। দল যখন চাপের মুখে, টেস্ট দলের অধিনায়কের যথেষ্ট বোলিং না করার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বোলিং থেকে তার এমন দূরে থাকার কারণ সম্পর্কে কোন ধারণা করতে পারছেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
এই বিষয়ে তৃতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড বলেন ‘আমি স্বীকার করছি যে সাকিবের কম বোলিং করা নিয়ে আমার কোনো ধারণা নেই। তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। ড্রেসিংরুমে কয়েকবার এসেছিল। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের জন্য সুযোগ দিয়েছে। সে কেন আজ যথেষ্ট বল করেনি আমি সত্যিই জানি না।’
তিনি আরও বলেন, ‘১৩ ওভারে ২০ এর চেয়ে কিছু বেশি রান দিয়ে ২ উইকেট নিয়েছিল। তবে বল ততো স্পিন করছিল না। আমার মনে হয়েছে, নতুন বলটা এক্ষেত্রে বড় কারণ হতে পারে। যখন এই উইকেটে আপনি সেট হয়ে যাবেন, আপনি রান করতে পারবেন। আমি আপনাদের প্রশ্নটা সাকিবকেই করতে বলবো।’
ডোনাল্ড আরও যোগ করেন ‘সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যেটাকে কাজে লাগিয়ে সে অসাধারণ ব্রেক-থ্রু এনে দিতে পারে। যদিও উইকেটে দিনভর তেমন টার্ন ছিল না। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুলসহ তিনজন পেসার তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। আয়ারল্যান্ড এখন ১৩১ রানে এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে।’
যে ম্যাচ বাংলাদেশ জিততে চেয়েছিল আধিপত্য দেখিয়ে, সেই ম্যাচের নাটাই এখন আয়ারল্যান্ডের হাতে। একটি পরিসংখ্যান বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে যথেষ্ট…টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথম মুখোমুখিতে হার এড়াতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানও হারিয়েছে বাংলাদেশকে। এই পরিসংখ্যান কি বদলাতে পারবে বাংলাদেশ?