ব্রাজিল শীর্ষে, আর্জেন্টিনা তৃতীয়
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন
এশিয়ান কাপের বাছাই পর্বে খুবই বাজে পারফর্ম করে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম। লাল-সবুজের দল চার ধাপ পিছিয়েছে।
সম্প্রতি ফিফা হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে। যাতে শীর্ষ স্থান ধরে রেখেছে ব্রাজিল। দারুণ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। তারা উঠে এসেছে শীর্ষে। চারে নেমে গেছে ফ্রান্স।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরে দক্ষিণ এশিয়ার আরও দুটি দল পাকিস্তান ১৯৬তম ও শ্রীলঙ্কা ২০৭তম স্থানে আছে।
ভারত ১০৪, মালদ্বীপ ১৫৬, নেপাল ১৭৬ ও ভুটান ১৮৬তম স্থানে রয়েছে।