‘বাংলাদেশের কাছে সিরিজ হার প্রভাব ফেলবে না’
সম্প্রতি বাংলাদেশের মাটিতে সাকিব-মাহমুদউল্লাহদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। লাল-সবুজের দল জিতেছিল ৪-১ ব্যবধানে। সেই সিরিজ হার আসন্ন বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন অসি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো করবে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আসন্ন বিশ্বকাপে আমাদের দল সাফল্য পাবে। বাংলাদেশের কাছে সিরিজ হার খুব একটা প্রভাব ফেলবে না। কারণ আমরা বড় মঞ্চে ভিন্ন কন্ডিশনে সবকিছু নতুনভাবে শুরু করব।’
সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও, রার্নাসআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে আগামী বিশ্বকাপে শিরোপা স্বাদ নিতে মরিয়া অস্ট্রেলিয়া। এমনটাই জানালেন দলটির ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এখনো অধরা আমাদের। এবার বিশ্বকাপ জিততে চাই আমরা। বিশ্বকাপ নিয়ে সবার মধ্যে আলোচনা হয়েছে। সবারই লক্ষ্য ভালো খেলে শিরোপা জেতা।’
বিশ্বকাপের দল নিয়েও আশাবাদী ম্যাক্সওয়েল, ‘আমাদের স্কোয়াডে ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছেন। আমারা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তবে শিরোপা জেতা অসম্ভব নয়।’
বিশ্বকাপের আগে আইপিএল খেলবেন ম্যাক্সওয়েল। এছাড়া আরও কিছু অসি খেলোয়াড়ও আইপিএল খেলবেন। আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আইপিএলের শেষ অংশ হবে আরব আমিরাতে। এরপরই আমরা বিশ্বকাপ খেলব। আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে অনেক বেশি কাজে আসবে।’