ভারতকে লজ্জায় ডুবিয়ে গোলাপি বলে অস্ট্রেলিয়ার উৎসব
অ্যাডিলেডে স্বপ্নের মতো দিন পার করল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতকে লজ্জায় ডুবিয়ে গোলাপি বলে জয়োৎসব করল টিম পেইনের দল। চার ম্যাচ সিরিজের একমাত্র দিবারাত্রির টেস্টে ভারতকে আট উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। টেস্টের তৃতীয় দিনেই জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
আজ শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে থামে ভারত। প্রথম ইনিংসে লিডসহ অসিদের দেয় ৯০ রানের লক্ষ্য। জবাব দিতে নেমে ২১ ওভারেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অসি অধিনায়ক পেইন।
ভারতের ভরাডুবির দিনে কোনোরকম ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে বেশ দেখেশুনেই শুরু করে স্বাগতিকরা। দুই ওপেনার ম্যাথু ওয়েড ও জো বার্নসের ওপেনিং জুটিতে ৭০ রান তোলে অস্ট্রেলিয়া। ৩৩ রানে রান আউট হন ম্যাথু ওয়েড। এরপর লাবুশেন ও স্মিথকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জো বার্নস। ইনিংস শেষে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে আজ শনিবার এক উইকেটে ৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। লিড নিয়ে শুরু করা ভারত তৃতীয় দিন ব্যাট করতে নেমে দেখল মুদ্রার উল্টো পিঠ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২১.২ ওভারে ৩৬ রানে থামল সফরকারীরা। যেটা ভারতের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। এর আগে টেস্টে এক ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২ রান। সেটা ছিল ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৪৬ বছর পর এবার নতুন লজ্জায় ডুবল ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে এটা সপ্তম দলীয় সর্বনিম্ন স্কোর। এই তালিকায় সবার উপরে আছে নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।
আজ ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। প্যাট কামিন্স আর হ্যাজেলউডের তাণ্ডবে ১০-এর ঘর পার করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। তাঁদের রান সংখ্যা যথাক্রমে ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪। অধিনায়ক কোহলিও করেন চার রান। ভারত অবশ্য অলআউট হয়নি। শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবুও লজ্জার রেকর্ডের তালিকায় নাম উঠল কোহলিদের।
বল হাতে আগুন ঝরানো হ্যাজেলউড পাঁচ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। আরেক বোলার প্যাট কামিন্স ১০.২ ওভার বোলিং করে নিয়েছেন চার উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস : ২৪৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৯১
ভারত ২য় ইনিংস : (আগের দিন শেষে ৯/১) ২১.২ ওভারে ৩৬ (আগারওয়াল ৯, বুমরাহ ২, পুজারা ০, কোহলি ৪, রাহানে ০, বিহারী ৮, ঋদ্ধিমান ৪, অশ্বিন ০, উমেশ ৪, শামি ১ (আহত অবসর); স্টার্ক ৬-৩-৭-০, কামিন্স ১০.২-৪-২১-৪, হ্যাজেলউড ৫-৩-৮-৫)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২১ ওভারে ৯৩/২ (ম্যাথু ৩৩, বার্নস ৫১, লাবুশেন ৬, স্মিথ ১; উমেশ ৮-০-৪৯-০, বুমরাহ ৭-১-২৭-০, অশ্বিন ৬-১-১৬-১)।
ফল : আট উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।