ভারতীয় দলের অধিনায়ক রোহিত, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সহঅধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহকে। দলে নেই হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী, শার্দুল ঠাকুর। দলে ফিরেছেন ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার ও যুজবেন্দ্র চাহাল।
প্রথম ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেলেন ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল ও আবেশ খান। আইপিএল ও সৈয়দ মুস্তাক আলী ট্রফির পারফরম্যান্সের কারণে দলে জায়গা করে নিয়েছেন তারা। ভুবনেশ্বর কুমারকেও কিউইদের বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়েছে।
আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর জয়পুর, রাঁচি ও কলকাতায় হবে তিনটি ম্যাচ। বিরাট কোহলি পুরো নিউজিল্যান্ড সিরিজেই বিশ্রাম নিতে পারেন। অবশ্য টেস্ট দল এখনো ঘোষণা করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত কানপুর ও মুম্বইয়ে দুটি টেস্ট খেলে রওনা হবে দক্ষিণ আফ্রিকায়।
ভারতীয় টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহঅধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।