ভারতীয় ব্যাটসম্যানদের দাপট, রোহিত শর্মার প্রথম সেঞ্চুরি
ওভালে দাপট দেখাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ার ইঙ্গিত দেন তারা। অন্যদিকে কীর্তি গড়েছেন রোহিত শর্মা। বিদেশের মাটিতে প্ৰথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর আগে রোহিত শর্মার সব টেস্ট সেঞ্চুরি ছিল দেশের মাটিতে। তবে মঈন আলীর বলে ছক্কা হাঁকিয়ে রোহিত শতরান পূর্ণ করেন তিনি। সেই সঙ্গে নিজের ৩০০০ টেস্ট রানও করে ফেললেন।
রোহিত শর্মা ১২৭ রান করে সাজঘরে ফেরেন। ২৫৬ বলে ১৪ চার ও একটি ছক্কায় এই সংগ্রহ গড়েন তিনি।
কয়েক বছর আগেও টেস্টের আঙিনায় নিয়মিত ছিলেন না রোহিত। রক্ষণাত্মক ক্রিকেটে মানানসই ছিলেন না বলে। তবে টেস্টে নিজের আক্রমণাত্মক খেলা থেকে বেরিয়ে সাফল্য পেয়েছেন তিনি।
দ্বিতীয় দিন শেষেই ভারতীয় ওপেনাররা ক্রিজে দৃঢ়তা দেখিয়েছেন। সেখান থেকে প্ৰথম ঘণ্টায় ক্রিজে আকড়ে থাকলেন রোহিত-রাহুল দুজনেই। রাহুল লাঞ্চের ঠিক আগেই অ্যান্ডারসনের শিকার হলেও রোহিত ছিলেন লক্ষ্যে অবিচল। ফিফটি করার আগেই কেএল রাহুল অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে বিদায় নেন।
তবে সঙ্গী বিদায় নিলেও থামেননি রোহিত। ধীরে ধীরে হাফসেঞ্চুরি পূর্ণ করে ইনিংস টেনে নিয়ে গেছেন শতরানের দিকে। সঙ্গী হয়েছেন পূজারা। অলী রবিনসন, ক্রিস ওকস ও অ্যান্ডারসনদের নতুন বলে সুইং সামলেছেন রোহিত ভালোভাবে। রোহিতের দুরন্ত শতরানে ভর করেই ভালো করছে ভারত।
ভারত প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। আর ইংল্যান্ড প্রথম ইনংসে করেছিল ২৯০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে কোহলিরা করে ২৭০ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের লিড ১৭১ রানের।