ম্যান ইউর নতুন কোচ রাংনিক

মৌসুমের বাকি সময়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলেন রালফ রাংনিক। আপাতত ছয় মাসের জন্য চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। আজ সোমবার ম্যান ইউ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই খবরটি নিশ্চিত করেছে।
গোল টডকমের খবরে জানা গেছে, দলে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পল পোগবা, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল ভারানের মতো তারকারা। অথচ এই মৌসুমে দলের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। ইংলিশ প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধেও বড় ব্যবধানে হারতে হচ্ছে তাদের। তাই চাকরি হারাতে হয়েছিল দলের ওলে গানার সোলসজায়ারকে। এক সপ্তাহ আগে তাঁকে ছাঁটাই করা হয়।
সোলসজায়ার ছাঁটাইয়ের পর বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে অন্যতম ছিলেন রংনিক। পাশাপাশি আলোচনা চলছিল ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়েও।
শেষ পর্যন্ত রাংনিককে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ মৌসুমে কোচ হিসেবেই থাকবেন তিনি। আর ২০২৪ সাল পর্যন্ত ইউনাইটেডের পরামর্শক হিসেবে এবং দলবদলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা নেবেন তিনি।