রাহানের সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টে ভারতের দাপট
চরম চাপের মুখে থেকেও বক্সিং ডে টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে অল্পতে থামিয়ে দেওয়ার পর ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাঁর সেঞ্চুরিতে ভর করে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে রয়েছে ভারত।
আজ রোববার পাঁচ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। দিন শেষে ১০৪ রানে অপরাজিত আছেন রাহানে। তাঁর সঙ্গে ৪০ রানে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা। ৮২ রানের লিড নিয়েছে সফরকারীরা।
গতকাল শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ রান নিয়ে প্রথম দিন শেষ করে ভারত। আজ দ্বিতীয় দিনের শুরুতে ভালো করার পর গুরুত্বপূর্ণ দুই উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দলীয় ৬১ রানে ফিরে যান অভিষিক্ত ওপেনার শুভমান গিল। থিতু হতে পারেননি চেতেশ্বর পুজারা ও হনুমা বিহারিও।
এমন চাপের মুখে ভারতের হাল ধরেছেন অধিনায়ক রাহানে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দিনের বাকি অংশ উইকেটে কাটিয়ে দেন তিনি। এর মধ্য প্যাট কামিন্সের বলে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন রাহানে। ১৯৫ বলে তাঁর শতকটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি দিয়ে। তাঁর ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ২৭৭ রানে দিন শেষ করে ভারত।
এর আগে গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় মেলবোর্নে আগে ব্যাট করতে নেমে ৭২.৩ ওভার খেলতে পেরেছে অস্ট্রেলিয়া। তারকা ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ১৯৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ এবং ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা মোহাম্মদ সিরাজ। অসিরা দলীয় ১০ রানের মাথায় হারায় ওপেনার জো বার্নসকে। টিকতে পারেননি আরেক ওপেনার ম্যাথু ওয়েড ও তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দুজনকেই ফেরান অশ্বিন। এরপর অসিদের মিডল অর্ডারকে চেপে ধরেন বমরাহ, সিরাজ ও জাদেজা।
কিছুদূর লড়াই করেছেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। কিন্তু বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৫ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বাধিক ৪৮ রান করেন লাবুশেন। ৩৮ রান করেন ট্রাভিস। ৩০ রান করেন ম্যাথু ওয়েড। বাকিরা কেউ জ্বলে উঠতে পারেননি।
বল হাতে ৫৬ রান দিয়ে সর্বাধিক চার উইকেট নেন বুমরাহ। ৩৫ রানের খরচায় তিনটি উইকেট নেন অশ্বিন। টেস্ট অভিষেক হওয়া সিরাজ নেন দুটি উইকেট। বাকি একটি নেন জাদেজা।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম পেইনের দল।