শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল
শুধু ফুটবল নয় যেকোনো মঞ্চেই ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনা। যেমনটা দেখা গেল টোকিও অলিম্পিকের মঞ্চেও। অলিম্পিক ভলিবলে তুমুল লড়াইয়ের পর আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল।
গতকাল সোমবার রাতে ভলিবলে শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে ২০১৬ সালের রিও অলিম্পিকে ভলিবলে স্বর্ণজয়ী দল ব্রাজিল।
অথচ মূল লড়াইয়ে প্রথম এগিয়ে ছিল আর্জেন্টিনাই। প্রথম সেটে ব্রাজিলকে ১৯-২৫ ব্যবধানে হারিয়েছিল তারা। দ্বিতীয় সেটেও ২১-২৫ ব্যবধানে জিতে ২-০তে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।
কিন্তু শেষে হয়ে গেল অঘটন। পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেয় ২৫-১৬ ও ২৫-২১ ব্যবধানে। এরপর পঞ্চম সেট ১৪-১৪ ব্যবধানে সমতা আসলে শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে জিতে যায় ব্রাজিল। আর হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার ভলিবল দল।
এই মুহূর্তে ভলিবলি নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে।