সাকিব-তামিমের দ্বন্দ্ব ইস্যুতে প্রশ্ন করায় ক্ষেপে গেলেন হাথুরুসিংহে
ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটে সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে চলছে আলোচনা। এবার পাপন-তামিমের পর এই ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে এই ইস্যুতে কথা বলেছেন হাথুরুসিংহে। ড্রেসিংরুমের আবহের বিষয়ে তিনি জানান, 'প্রথমত আমি দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিন হয়েছে এখানে। আমার মতে, আপনি যখন জাতীয় দলের হয়ে খেলবেন, আপনি আপনার দায়িত্বকে বেশি গুরত্ব দিবেন। আপনার সবার সাথে বন্ধুত্ব থাকতে হবে, তা জরুরী নয়। আর যতক্ষন না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, আমার কোনো সমস্যা নেই।’
এই ইস্যু নিয়ে আরও প্রশ্ন করা হলে একপর্যায়ে ক্ষেপে গিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আর এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলার সঠিক সময় নয়। কাল থেকে আমাদের সিরিজ শুরু সবার সেদিকে বেশি ফোকাস থাকা দরকার।’
এর আগে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, 'আজ থেকে তিন বছর আগেও ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। শেষ তিন বছর ধরে আমি দলের সঙ্গে সেভাবে সম্পক্ত নই। তাই সাকিব-তামিমের ব্যপারে কথাগুলো বাইরে থেকে শোনা আমি সাকিব-তামিম ইস্যুতে যা বলেছি, এগুলো বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে শোনা, মিডিয়ার মানুষরা আমায় বলে।’
আগামীকাল বুধবার (১ মার্চ) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে আজ শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দু’দল।