সুযোগ হাতছাড়া করায় হতাশ মাহমুদউল্লাহ

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে পরপর লিটন দাস ও সৌম্য সরকারের উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা সামলে হাল ধরেন মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ মিঠুন। তৃতীয় উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তাঁরা, ভারতের কাছে ৩০ রানে হেরে গেছে বাংলাদেশ।
এই হারে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন, সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সম্ভব হয়নি তা কাজে লাগানো।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘নাঈম ও মিঠুন যেভাবে ব্যাট করছিল, তা ছিল অবিশ্বাস্য। কিন্তু মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি। এক পর্যায়ে ৩০ বলে ৪৯ রান প্রয়োজন ছিল আমাদের। কিন্তু আমরা সেই সুযোগও কাজে লাগাতে পারিনি।’
আর সুযোগ হাতছাড়া প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পুরো সিরিজে আমাদের ছেলেরা যেভাবে লড়েছে, তা ছিল দারুণ। আমাদের সুযোগ ছিল সিরিজ জয়ের। প্রথম ম্যাচে জয়ের পর আমরা দুটি সুযোগ পেয়েছি, কাজে লাগাতে পারিনি।’
ম্যাচে দীপক চাহারের দুর্দান্ত বোলিংয়ে ভারতের কাছে ৩০ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের করা ১৭৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে। বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
এই হারে সিরিজও হেরেছে বাংলাদেশ, ২-১ ব্যবধানে। অবশ্য সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। শেষ দুই মাচে হেরে সিরিজ হাতছাড়া করে লাল-সবুজের দল।