হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় চাহার

বাংলাদেশের ব্যাটিং লাইন একাই গুঁড়িয়ে দিলেন ভারতীয় তরুণ বোলার দীপক চাহার। ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পর তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ৩০ রানে হেরেছে বাংলাদেশ। ৩.২ ওভার বোল করে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন চাহার।
এদিনের দুর্দান্ত বোলিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন চাহার। আন্তর্জাতিক ক্রিকেটে চাহারের এই বোলিংয়েই টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগার। বাংলাদেশের হারানোর দিনে ভারতীয় সমর্থকদের নজর কাঁড়লেন ২৭ বছর বয়সী এই বোলার।
এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস ৪ ওভারে ৮ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। দীর্ঘদিন পর লঙ্কান স্পিনারের রেকর্ড ভাঙলেন এই চাহার।
এদিন চাহারের দুর্দান্ত বোলিংয়ে ভারত ৩০ রানে হারিয়েছে বাংলাদেশকে। ভারতের করা ১৭৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে। বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
এদিনের হারে সিরিজও হেরেছে বাংলাদেশ, ২-১ ব্যবধানে। অবশ্য সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। শেষ দুই মাচে হেরে সিরিজ হাতছাড়া করে তারা।