৪৬ বছর পর এমন লজ্জা পেল ভারত
টেস্ট ক্রিকেটে ভয়ঙ্কর একটা দিন দেখল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানেই থেমে যায় বিরাট কোহলির দল। দীর্ঘ ৪৬ বছর পর এমন লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল।
সেই ১৯৭৪ সালে প্রথমবার এই লজ্জায় ডুবেছিল ভারত। সেবার ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন দলীয় স্কোর করে ভারত। সুনীল গাভাস্কারদের সময়ে সেবার ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। এত বছর পর আরেকটি লজ্জার ইতিহাস গড়ল কোহলির দল।
এবার অবশ্য অলআউট হয়নি ভারত। শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবুও এক ইনিংসে লজ্জার রেকর্ডের তালিকায় নাম উঠল কোহলিদের। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে মোট ২১.২ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ৩৬ রান করে সফরকারীরা। প্রথম ইনিংসের লিডসহ অস্ট্রেলিয়াকে দেয় ৯০ রানের লক্ষ্য।
আন্তর্জাতিক ক্রিকেটে এটা সপ্তম দলীয় সর্বনিম্ন স্কোর। এই তালিকায় সবার উপরে আছে নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।
টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১. ভারত ৩৬/১০ - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)
২. ভারত ৪২/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৪)
৩. ভারত ৫৮/১০ - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৪৭)
৪. ভারত ৫৮/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫২)
৫. ভারত ৬৬/১০ - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১৯৯৬)
আন্তর্জাতিক টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১. নিউজিল্যান্ড ২৬/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫৫)
২. দক্ষিণ আফ্রিকা ৩০/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৬)
৩. দক্ষিণ আফ্রিকা ৩০/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯২৪)
৪. দক্ষিণ আফ্রিকা ৩৫/১০ - প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৯)
৫. দক্ষিণ আফ্রিকা ৩৬/১০ - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৩২)
৬. অস্ট্রেলিয়া ৩৬/১০- প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯০২)
৭.ভারত ৩৬/৯ - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)