৬৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে ভারতীয় সাবেক ক্রিকেটার
আবার বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অরুণ লাল। তাও আবার ৬৬ বছর বয়সে বিয়ে করতে যাচ্ছেন তিনি। কনে কলকাতার মেয়ে ৩৭ বছর বয়সী বুলবুল সাহা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজি ১৮ এর খবরে জানা গেছে, আগামী ২ মে ভারতীয় সাবেক তারকার বিয়ে। পাত্রী অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী।
বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্য এবং সিএবি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর। এদিকে মাসখানেক আগে দুজনে এনগেজমেন্ট হয়েছে।
প্রথম স্ত্রীর সঙ্গে অরুণ লালের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। অবশ্য তাঁরা একসঙ্গে থাকেন। প্রথম স্ত্রী রীনা অসুস্থ।
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিয়ে ধারাভাষ্যে যোগ হন অরুণ লাল। ধারাভাষ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৬ সালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে জেতে বাংলা ক্রিকেট দলের কোচের দায়িত্বে তিনি।