এবারের ব্যালন ডি অরও যাচ্ছে রোনালদোর ঘরে?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/11/photo-1494490932.jpg)
দারুণ ফর্মে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দল রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে রোনালদোর দারুণ হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগের ম্যাচে আতলেটিকো ২-১ গোলের জয় পেলেও শেষ পর্যন্ত রোনালদোর ওই হ্যাটট্রিকের কাছেই হারতে হলো সিমিওনের দলকে। এদিকে, লা লিগা জয়েরও খুব কাছে রয়েছে রোনালদোর দল। শেষ ম্যাচগুলোতে রিয়ালকে হারানো না গেলে তিন বছর পর লিগ শিরোপা ঘরে তুলবে লস ব্লাঙ্কোসরা। দলীয় সাফল্যে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের আশপাশে নেই কোনো দল। রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতে নেয়, তাহলে এ বছর ইউরোপের মর্যাদাপূর্ণ ব্যালন ডি অর তালিকায় শক্ত অবস্থা গড়ে ফেলবেন রোনালদো। গত বছরেও এ পুরস্কার জিতেন পর্তুগিজ তারকা।
রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই মৌসুমে খুব ভালো একটা কিছু করতে পারেনি। চ্যাম্পিয়নস লিগ থেকে এরই মধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে দলটির। লা লিগায় ৮৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের ওপর নিশ্বাস ফেললেও রিয়ালের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে মেসিরা। তাই রিয়াল পা না হড়কালে বার্সেলোনা এই মৌসুমে শিরোপা ধরে রাখতে পারছে না।
ব্যক্তিগত পারফরম্যান্সেরও এবারের মৌসুমে দারুণ উজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত ৭০ গোল করেছেন রোনালদো। সংখ্যার বিচারে রোনালদো অবশ্য মেসির চেয়ে এখনো বেশ খানিকটা পিছিয়ে আছেন। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মেসি করেছেন ১০২টি গোল। তবে রোনালদোর চেয়ে বেশ কয়েকটি ম্যাচ বেশি খেলেছেন মেসি। রোনালদো এই মৌসুমে খেলেছেন ৮২টি ম্যাচ, সেখানে মেসি খেলেছেন ৯৯টি ম্যাচ। ব্যক্তিগত নৈপুণ্যে এই মৌসুমে মেসি রোনালদোর চেয়ে অনেক এগিয়ে থাকলেও ব্যালন ডি অর জয়ের ক্ষেত্রে দলীয় পারফরম্যান্সকে বেশ গুরুত্বের সঙ্গে বিচার করা হয়। আর এখানেই রোনালদোর চেয়ে অনেকটা পিছিয়ে আছেন মেসি।
এ মৌসুমে প্রথম শিরোপা জয়ের সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের সামনে। ২১ মে শেষ হচ্ছে লা লিগা। রিয়াল যদি পরের ম্যাচগুলোতে জয় পায়, তাহলে শিরোপা যাবে মাদ্রিদে। আর তারা যদি কোনোভাবে পা হড়কায়, তাহলে ভালো সুযোগ থাকবে বার্সেলোনার সামনে। এরপর শিরোপা জয়ের নিশ্চিত একটা সুযোগ থাকছে বার্সেলোনার সামনে। ২৭ মে কোপা দেল রের ফাইনালে আলাভেসের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। প্রতিপক্ষ হিসেবে মেসিদের সামনে খুব বড় নয় আলাভেস। তাই নিশ্চিতভাবে এবারের কোপা দেল রের শিরোপা বার্সেলোনার ঘরেই যাওয়ার সম্ভাবনা বেশি।
এরপর রিয়ালের সামনে সুযোগ থাকছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার। জুভেন্টাসকে ফাইনালে হারালে ইতিহাসে প্রথমবারের মতো ব্যাক টু ব্যাক এই ট্রফি জিতবে রিয়াল মাদ্রিদ। রিয়াল এই শিরোপা জিতলে নিজেকে ব্যালন ডি অরের অন্যতম প্রতিযোগী হিসেবে দাঁড় করাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনটা হলে মেসির সমান সংখ্যক পাঁচবার ব্যালন ডি অর জিতবেন রোনালদো।
মৌসুমের এখনো বেশ কয়েক দিন বাকি আছে। লা লিগা, চ্যাম্পিয়নস ট্রফি, কোপা দেল রের ম্যাচসহ আরো বেশ কিছু হিসাব-নিকাশ সামনে চলে আসবে। তাই নিশ্চিতভাবে এখনই কিছু বলা অসম্ভব। তবে রিয়াল মাদ্রিদ যদি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতে নেয়, তাহলে দলীয় পারফরম্যান্সের কারণে রোনালদোর ব্যালন ডি অরের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না!