মোহামেডানকে হারিয়ে দিল চট্টগ্রাম আবাহনী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/14/photo-1494781517.jpg)
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটিডের। বেশ কিছুদিন ধরেই বড় কোনো সাফল্য পাচ্ছে না তারা। এবার মোটামুটি মানের দল গড়ার পাশাপাশি ভারত থেকে কোচ উড়িয়ে এনেছে তারা। ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিনের অধীনে শুরুটা ভালো হয়নি সাদা-কালোর শিবিরের। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে গেছে চট্টগ্রাম আবাহনীর কাছে।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মৌসুম-সূচক টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে ঢাকা মোহামেডানকে।
ম্যাচের ৩৬ মিনিটে চট্টগ্রামের দলটি এগিয়ে যায়। নাইজেরীয় ফরোয়ার্ড আফেজ ওলাওলে ওলাডিপোর লক্ষ্যভেদে কপাল পুড়ে মোহামেডানের।
৫৬ চট্টগ্রাম আবাহনী ব্যবধান দ্বিগুণও করে ফেলে। মিডফিল্ডার কৌশিক বড়ুয়ার নিখুঁত শটে মোহামেডান গোলরক্ষক লিটনকে পরাস্ত করেন তিনি।
ম্যাচের ৭৪ মিনিটে একটি গোলের দেখা পায় ঐতিহ্যবাহী দলটি। নাইজেরীয় মিডফিল্ডার এনকোচা কিংসলের ব্যাক হিল থেকে পাওয়া বল স্ট্রাইকার তকলিস আহমেদ আলতো শটে জালে জড়ান বল। এই গোলে ব্যবধান ২-১-এ নিয়ে এলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি মোহামেডান।
দিনের প্রথম ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।