নতুন উচ্চতায় রিয়ালের রোনালদো
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/15/photo-1494848811.jpg)
রাউলকে টপকে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অনেক আগেই বনেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজেকে নিয়ে গেলেন আরো উঁচুতে। রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করলেন ৪০০ গোলের মাইলফলক।
১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে স্প্যানিশ কিংবদন্তি রাউল করেছিলেন ৩২৩ গোল। তাঁকে অনেক আগেই টপকে গিয়েছিলেন রোনালদো। এবার ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবকে নতুন এক মাইলফলকের সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন পর্তুগিজ এই তারকা।
সেভিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম গোলটি করেই রোনালদো ছুঁয়ে ফেলেছিলেন ৪০০ গোলের মাইলফলক। পরে আরো একটি গোল করায় তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০১-এ। রাউল ১৬ বছর ধরে ৭৪১টি ম্যাচ খেলে করেছিলেন ৩২৩ গোল। আর রোনালদো মাত্র ৩৯১টি ম্যাচ খেলেই পূর্ণ করেছেন ৪০০ গোল।
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন রোনালদো। তারপর থেকে তিনি পরিণত হয়েছেন রিয়ালের নির্ভরতার প্রতীকে। আর এবারের মৌসুমে সেটা আরো ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছেন পর্তুগিজ তারকা। করে চলেছেন একের পর এক গোল। চ্যাম্পিয়নস লিগে রোনালদোর অসাধারণ নৈপুণ্যের সুবাদেই ফাইনাল পর্যন্ত গিয়েছে রিয়াল মাদ্রিদ। বড় ধরনের অঘটনের মুখে না পড়লে এবারের লা লিগার শিরোপাটাও উঠবে রিয়ালের ট্রফি কেসে।