জমে উঠেছে প্রিমিয়ার লিগের শেষ চারের লড়াই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/17/photo-1495001192.jpg)
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াই শেষ হয়ে গেছে কয়েক ম্যাচ বাকি থাকতেই। অন্য সবার চেয়ে বেশ খানিকটা এগিয়ে থেকে শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে চেলসি। তবে এখনো উত্তাপ ফুরায়নি প্রিমিয়ার লিগের। প্রথম চারটি স্থানের মধ্য থেকে পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার জন্য জোর লড়াই চালাচ্ছে আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ দলগুলো।
৩৭ ম্যাচ শেষে ৯০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে চেলসি। নিজেদের শেষ ম্যাচে হারের স্বাদ পেলেও শিরোপা উঠবে চেলসির ট্রফি কেসে। দ্বিতীয় স্থানে থাকা টটেনহামও যে শীর্ষ চারটি দলের মধ্যে থাকবে, এটাও নিশ্চিত। ৩৬ ম্যাচ শেষে টটেনহামের সংগ্রহ ৮০ পয়েন্ট। বাকি দুটি স্থানের জন্য জোর লড়াই চলছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে।
৩৭ ম্যাচ শেষে ৭৫, ৭৩ ও ৭২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ম্যানসিটি, লিভারপুল ও আর্সেনাল। নিজেদের শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে, তারা প্রথম চারটি দলের মধ্যে থাকতে পারবে কি না।
নিজেদের সর্বশেষ ম্যাচগুলোতে অবশ্য সহজেই জিতেছে ম্যানসিটি, লিভারপুল ও আর্সেনাল। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমকে। লিভারপুল ৪-০ গোলের জয় পেয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। আর আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে।
শেষ ম্যাচেও তিন দলই জয় পেলে কপাল পুড়বে আর্সেনালের। অংশ নেওয়া হবে না পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। আর লিভারপুল ও ম্যানসিটির মধ্যে কোনো একটি দল যদি পা হড়কায়, তাহলে চ্যাম্পিয়নস লিগের টিকেট চলে আসতে পারে আর্সেনালের হাতে।