মালদ্বীপের ক্লাবের কাছে আবার হেরেছে আবাহনী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/17/photo-1495034917.jpg)
এএফসি কাপের ফিরতি ম্যাচে মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-০ গোলে হেরেছে ঢাকা আবাহনী লিমিটেড। এর আগে প্রথম লেগেও মালদ্বীপের ক্লাবটির কাছে একই ব্যবধানে হেরেছিল নীল-আকাশি শিবির।
আজ বুধবার মালদ্বীপে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধের শুরুর দিকে বেশ লড়াকু ফুটবল খেলে আবাহনী। গোলশূন্য প্রথমার্ধের শেষ দিকে মাজিয়ার একের পর এক আক্রমণে আবাহনীর রক্ষণভাগ নাজেহাল করে তোলে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মালদ্বীপের ক্লাবটিকে আর আটকে রাখতে পারেনি আবাহনী। ৫৯ মিনিটে উমাইরের ডান পায়ের জোরালো ফ্রি-কিকে পোস্টের কোণা দিয়ে বল জালে জড়ান। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দলটি। ডি-বক্সে ঢুকে রাকিতিচের বাঁ পায়ের শট আবাহনী গোলরক্ষক সোহেলকে পরাস্ত করে।
আবাহনী এই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছে ঠিক, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।