গ্রিজম্যানকে নিয়ে হবে বার্সা-ম্যানইউ লড়াই?

এবারের মৌসুমের শুরুতেই চমক দেখিয়েছিল বার্সেলোনা। মোটা অঙ্কের টাকা খরচ করে দলে ভিড়িয়েছিল ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহোকে। ভালো নৈপুণ্য দেখিয়ে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইয়ারি মিনা ও ডেম্বেলেকে কিনে দল আরো শক্তিশালী করেছে কাতালানরা। এবার আতলেতিকো মাদ্রিদের তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানকেও দলে টানার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছেন বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ।
গত বছর ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন প্যারিসের ক্লাব প্যারিস-সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি)। ব্রাজিলিয়ান এই সেরা তারকা চলে যাওয়ায় খানিকটা শূন্যস্থান সৃষ্টি হয়েছিল দলে। কুতিনহো এসে সেই অভাব কিছুটা পূরণ করতে পেরেছেন। তবে আক্রমণভাগকে আরো শক্তিশালী করার জন্য গ্রিজম্যানের দিকেও ছিল বার্সার নজর। গুঞ্জনটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল মৌসুমের শুরু থেকেই। তখন থেকেই শোনা যাচ্ছিল, মৌসুমের শেষেই আতলেতিকো মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় পাড়ি জমাচ্ছেন স্পেনে।
শুধু বার্সেলোনা নয়, গ্রিজম্যানের দিকে দৃষ্টি আছে ইংলিশ লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম ডন ব্যালনের মতে, আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনার চেয়ে হোসে মরিনিয়োর দলের কাছে ফ্রেঞ্চ তারকাকে বিক্রি করতে বেশি আগ্রহী। মূলত, এ কারণেই গ্রিজম্যানের প্রতি আগ্রহ প্রকাশ করছে না বার্সা। তবে সংবাদ মাধ্যমটির দাবি, গত সপ্তাহে গ্রিজম্যানের এজেন্টের সাথে দেখা করেছে বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ। তাঁদের দুজনের মধ্যে দারুণ সুসম্পর্ক রয়েছে।
আতলেতিকো মাদ্রিদে গ্রিজম্যানের রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো। তবে বার্তামেউ এই ২৭ বছর বয়সী তারকার জন্য বাজেট রেখেছেন ১১৫ মিলিয়ন ইউরো। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর রাশিয়া বিশ্বকাপের আগেই হয়তো স্প্যানিশ ক্লাবেই নাম লেখাবেন এই ফ্রেঞ্চ তারকা।