শচীনের চোখে সেরা স্পিনার রশিদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ নয়, আফগান রশিদ খানই যেন ছিল কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ। ব্যাট-বল আর ফিল্ডিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো রশিদকে ঘিরে মুগ্ধতা ছুঁয়ে গেছে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও। আফগানিস্তানের এই তরুণ লেগ-স্পিনারকে টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা স্পিনার বলেই ঘোষণা দিয়েছেন এই সাবেক ব্যাটিং মায়েস্ত্রো।
ঘরের মাঠে গতকাল শুক্রবার কলকাতা দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তবে ইডেন গার্ডেনসে সাকিব আল হাসানের (২৮ রান ও ১৬ রান দিয়ে এক উইকেট) একটু অবদান বাদ দিলে বরং রশিদই বলতে গেলে স্বাগতিকদের একাই হারিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন ফাইনালে।
অল্প রানেই ইনিংস শেষ করার অপেক্ষায় যখন হায়দরাবাদ প্রথমে ব্যাট হাতে মাত্র ১০ বলে দুই চার আর চার ছক্কায় রশিদ সংগ্রহ করেছেন অপরাজিত ঝড়ো ৩৪ রান। পরে বল হাতে চার ওভারে ১৯ রান খরচায় নিয়েছেন তিন উইকেট সঙ্গে দুই ক্যাচ আর একটি রানআউট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিতে তাই একটুও ভাবতে হয়নি নির্বাচকদের।
এমন দারুণ পারফরম্যান্সের পর এমনিতেই প্রশংসার জোয়ারে ভাসছেন রশিদ। এবার ১৯ বছর বয়সী এই স্পিনারের জাদুতে মুগ্ধ হয়ে শচীন টুইটারে তাঁকে ভাসিয়েছেন স্তুতির বন্যায়।
অমন অতিমানবীয় নৈপুণ্য প্রদর্শনের পর সেঞ্চুরির সেঞ্চুরি পূরণ করা ভারতীয় সাবেক ব্যাটসম্যানক রশিদ সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘আমার সব সময়ই রশিদকে দারুণ একজন স্পিনার মনে হতো। কিন্তু এখন আমার আর এটা মেনে নিতে আর কোন দ্বিধা নেই যে এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে সেই-ই সেরা স্পিনার।একই সঙ্গে ব্যাটিংয়েও দক্ষ সে। দুর্দান্ত একজন ক্রিকেটার।’