প্রথমার্ধে সাফল্য পায়নি বাংলাদেশের মেয়েরা

গত বছর এই ভারতকে হারিয়েই সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, ঘরের মাঠে সে আসরে তাদের দুই বার হারিয়ে ছিল লাল-সবুজের দল। সেই ভারতের বিপক্ষে এবারের আসরের ফাইনালের প্রথমার্ধে কোনো সাফল্য পায়নি মারিয়া-তহুরারা। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫মিনিট।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই সমানতালে লড়াই করেছে। তবে বল দখলে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা।
তবে ভারতের মেয়েরাও কম যায়নি, পাল্টা আক্রমণ থেকে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল তারা। বিশেষ করে ম্যাচের চতুর্থ মিনিটে ফ্রি-কিক থেকে গোল প্রায় পেয়ে গিয়েছিল তারা, কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়, ক্রসবার বাধা হয়ে দাঁড়ায়।
৪৩ মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশও। গোলরক্ষকের সামনে বল পেয়েও সাদিয়া খাতুনের শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায় বল।
অবশ্য এর আগে গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে দরুণ ফুটবল খেলেছিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে ১৪-০, নেপালের বিপক্ষে ৩-০ এবং ভুটানকে ৫-০ গোলে হারিয়েই ফাইনালে ওঠে তারা।
তবে ফাইনালে যে কাজটা খুব একটা সহজ হবে না সেটা বোঝা গেছে প্রথম ৪৫মিনিটেই্। ভারত সহজেই ছেড়ে কথা বলবে না।